পুলিশের হস্তক্ষেপ এবং গ্রামবাসীদের চাপে শেষ পর্যন্ত মোনালিসাকে মেনে নিল বিবেকের পরিবার

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর: পুলিশের হস্তক্ষেপ এবং গ্রামবাসীদের চাপে শেষ পর্যন্ত মোনালিসাকে মেনে নিল বিবেকের পরিবার। রাতেই তাদের নতুন করে আবার বিয়ে দেওয়া হয়। স্বামীকে ফিরে পেতে গতকাল সকাল থেকে ধর্ণায় বসেছিলেন মোনালিসা।

ঘাটালের কুঠিঘাটের বাসিন্দা বিবেক ভূঁইঞ্যা কর্মসূত্রে দিল্লিতে থাকতেন। সেখানেই পরিচয় এবং বিয়ে হয় বারাসতের বাসিন্দা মোনালিসা জোয়ারদারের সঙ্গে। সম্প্রতি তাঁদের মধ্যে মনোমালিন্য হওয়ায় স্ত্রীকে ফেলে ঘাটালে চলে আসেন বিবেক। পরশু সেখানে হাজির হন মোনালিসা। কিন্তু বিবেকের পরিবারের তরফে মোনালিসাকে মেনে নেওয়া হয় না। অভিযোগ, বিবেকও নানা ভাবে মোনালিসার সঙ্গে সম্পর্ক ভাঙার চেষ্টা চালান। এই অবস্থায় থানা, আদালতের দ্বারস্থ হওয়ার পাশাপাশি বিবেকের কুঠিঘাটের বাড়ির সামনে ধর্নায় বসেন মোনালিসা।

সারা দিন তার পাশে থাকেন এলাকার মানুষজন। সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছন ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক। শেষে পুলিশের হস্তক্ষেপ বিবেকের পরিবার মেনে নেয় মোনালিসাকে। রাতেই ফের সামাজিক মতে বিয়ের ব্যবস্থা হয়। বিয়ে দেওয়া মোনালিসা বিবেকের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *