Vivek Yatra, Yuva Morcha, জাতীয় যুব দিবসে যুব মোর্চার উদ্যোগে ‘বিবেক যাত্রা’

আমাদের ভারত, ১০ জানুয়ারি: ১২ই জানুয়ারি, জাতীয় যুব দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ জুড়ে ‘বিবেক যাত্রা’ কর্মসূচির আয়োজন করা হবে। এই কর্মসূচির সম্পূর্ণ দায়িত্বে থাকবে ভারতীয় জনতা যুব মোর্চা, পশ্চিমবঙ্গ।

শনিবার সল্টলেকে বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে রাজ্য বিজেপি প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার প্রথমে যুবমোর্চার একটি কার্যক্রম ঘোষণা করার কথা বলেন। তারপর ভারতীয় জনতা যুব মোর্চা, পশ্চিমবঙ্গ প্রদেশের সভাপতি ড: ইন্দ্রনীল খাঁ বলেন, ১২ই জানুয়ারি শুধুমাত্র একটি স্মরণীয় দিন নয়, এটি বিশ্বের সর্ববৃহৎ যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চার কাছে এক পবিত্র উপলক্ষ।

ইন্দ্রনীলবাবু বলেন, “অতীতে করোনা কালে ‘বিবেক বাহিনী’ কর্মসূচির মাধ্যমে যেভাবে সেবাকে পরম ধর্ম হিসেবে গ্রহণ করা হয়েছিল, সেই ধারাবাহিকতায় এবার স্বামী বিবেকানন্দের জন্মদিনে রাজ্যজুড়ে ‘বিবেক যাত্রা’ অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা সদরে স্বামী বিবেকানন্দকে সামনে রেখে বৃহৎ শোভাযাত্রা বের করা হবে। এই যাত্রার মাধ্যমে গত ১১–১২ বছরে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে স্বামী বিবেকানন্দের স্বপ্ন কীভাবে বাস্তব রূপ পাচ্ছে, তা বিশেষ করে যুব সমাজ ও নারী শক্তির সামনে তুলে ধরা হবে।

ডঃ খাঁ বলেন, স্বামী বিবেকানন্দের বাণী—“ধর্মের পথে চলাই ভারতের জীবন ও কল্যাণের একমাত্র উপায়”—এই দর্শনকে বাস্তবে রূপ দিয়েছে বর্তমান কেন্দ্র সরকার। কাশী বিশ্বনাথ করিডর, মহাকালেশ্বর মন্দিরের পুনর্গঠন, অযোধ্যায় রাম মন্দির নির্মাণ, বারাণসীকে নতুন আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা— এসবই তার উদাহরণ। তিনি উল্লেখ করেন, বেলুড় মঠের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মিক সম্পর্ক বাংলার মানুষের কাছে সুপরিচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *