আমাদের ভারত, মেদিনীপুর, ১৩ ডিসেম্বর: শুক্রবার লায়ন্স ক্লাব অব কংসাবতীর উদ্যোগে একটি ভিটামিন-ডি নির্ধারণ শিবির অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ গার্লস হাইস্কুলে। মোট ৮২ জনের ভিটামিন-ডি নির্ধারণ করা হয়। এর মধ্যে যেমন ছাত্রীরা ছিল তেমনি ছিলেন শিক্ষিকারাও। শিবিরে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব কংসাবতীর সভাপতি লায়ন রীনা ভকত, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায়, লায়ন রীতা মুখার্জি, লায়ন অরুণিমা আহমেদ, লায়ন ইন্দ্রদীপ সিনহা, লায়ন গীতা পাহাড়ি, লায়ন সুচিত্রা দাস, লায়ন চয়ন বাগ প্রমুখ। তাঁদের বিদ্যালয়ে এই ধরনের কর্মসূচি করার জন্য প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায় লায়ন্স ক্লাবকে ধন্যবাদ জানান।