পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ সেপ্টেম্বর: আজ বিশ্বকর্মা পুজোর শুভ দিনে বাংলার নানা প্রান্তে যন্ত্রের দেবতা ও শ্রমিকদের আরাধ্য দেবতা বিশ্বকর্মার আরাধনায় মেতে উঠেছে শিল্পাঞ্চলগুলি। তারই এক গুরুত্বপূর্ণ নিদর্শন দেখা গেল খড়্গপুর শিল্প তালুকের বিভিন্ন কারখানায়। জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো বিশ্বকর্মা পুজো। যেখানে মালিক-শ্রমিক নির্বিশেষে সকলেই মিলিত হয়ে দেবতার আরাধনায় অংশ নেন।
বিশেষভাবে উল্লেখযোগ্য, খড়্গপুরের এক শিল্প সংস্থা এবারের পুজো উপলক্ষে তুলে ধরেছে পাহেলগাঁও হত্যাকাণ্ড ও অপারেশন সিঁদুর-এর উপর একটি থিম ভিত্তিক উপস্থাপনা। এতে সমসাময়িক বিষয়ের সঙ্গে ধর্মীয় অনুভূতির এক সার্থক মেলবন্ধন ঘটেছে বলে শিল্পাঞ্চলের অনেকেই মনে করছেন।
পুজোর দিন সকাল থেকেই কারখানাগুলিতে শুরু হয় ভক্তিভরে পূজার্চনা। মালিক ও শ্রমিকদের পরিবার-পরিজনরাও এই আনন্দে সামিল হন। পুজো শেষে উপস্থিত সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। শুধুমাত্র একদিন নয়, তিন দিন ধরে চলবে এই পূজা অনুষ্ঠান এমনটাই জানিয়েছেন রেশমী কোম্পানির কর্ণধার তপন নাথ।
পুজোর পাশাপাশি শিল্পাঞ্চলে তৈরি হয়েছে মিলন মেলা। কর্মজীবীদের মুখে ছিল হাসি, চোখে ছিল আনন্দ। কঠোর পরিশ্রমের মাঝে এই ধর্মীয় ও সাংস্কৃতিক বিরতি সকলের মন ভরিয়ে দিয়েছে।

