পার্থ খাঁড়া, মেদিনীপুর, ১৮ সেপ্টেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় আইএনটিইউসি–র পক্ষ থেকে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছিল। কেশিয়াড়ি ব্লকের বাগাস্তি ৫ নম্বর অঞ্চলের মুঠিয়া মজদুর শ্রমিক সংগঠনের পক্ষ থেকেও বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়।
বাগাস্তি ছাড়াও কেশিয়াড়ির দ্বীপা ও বারমোড় এলাকায়ও মুটিয়া মজদুর ইউনিয়নের পক্ষ থেকে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছিল। বিকেলে সেখানে একটি সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার শিক্ষা কর্মধোখ্যা মামণি মান্ডি, সমাজসেবী, তারাশংকর পাত্র, শ্রীনাথ হেমব্রম, তিমির পাত্র, সমীর দাস, সহদেব দলুই সহ বিশিষ্ট সমাজসেবীরা।


