আমাদের ভারত, ২৬ সেপ্টেম্বর:
ব্রিটেনে হিন্দু মন্দিরে মৌলবাদীদের হামলার ঘটনায় কলকাতায় ব্রিটিশ দূতাবাসের কাছে বিক্ষোভ দেখালো বিশ্ব হিন্দু পরিষদ। সোমবার দুপুরে কলকাতায় ব্রিটিশ উপ-দূতাবাস অভিযানের ডাক দেওয়া হয় সংগঠনের তরফে। এই প্রতিবাদ সভায় হাজির ছিলেন আরএসএস নেতা জিষ্ণু বসু ও বিশ্ব হিন্দু পরিষদের নেতা সৌরিশ মুখার্জি।
দিন কয়েক আগে ব্রিটেনের লিস্টারে হিন্দু মন্দিরে হামলার ঘটনা ঘটে। এমনকি স্থানীয় হিন্দু পরিবারের ছোট ছোট ছেলেমেয়েদের পণবন্দি করার চেষ্টাও হয়েছিল বলে অভিযোগ। মৌলবাদীদের এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব হিন্দু পরিষদ সহ আরএসএস। তারা জানিয়েছে, সেখানে যেভাবে মন্দিরে জেহাদি হামলা হয়েছে তারপরে সেখানে হিন্দু সম্প্রদায়ের শিশুরা স্কুলে যেতে পর্যন্ত ভয় পাচ্ছে।
বিশ্ব হিন্দু পরিষদের তরফে জানানো হয়েছে, তাদের সঙ্গে ব্রিটিশ আধিকারিকদের কথা হয়েছে। মন্দিরে হামলাকারী জেহাদিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার দাবি জানিয়েছেন তারা।
আজ কলকাতাতেও ব্রিটেনের মন্দিরে হামলাকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলেছে বিশ্ব হিন্দু পরিষদ। সংগঠনের মুখপাত্র সৌরিশ মুখোপাধ্যায় বলেন, “ব্রিটেনের হিন্দুদের নিরাপত্তা দিতে ব্যর্থ সেদেশের সরকার। আমরা সেদেশের হিন্দুদের এবং হিন্দুধর্মীয় স্থানগুলির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”

