আমাদের ভারত, ৪ মার্চ: গান্ধী স্মারক সংগ্রহালয়, ব্যারাকপুর শনিবার বোলপুরে তাদের শিক্ষা সফরের অংশ হিসাবে বীরভূম জেলার বোলপুরের ইনস্টিটিউট অফ টেগোর আর্ট অ্যান্ড এডুকেশনের ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণের অংশ হিসেবে একটি ভার্চুয়াল মিউজিয়াম পরিদর্শনের আয়োজন করে।
সংগ্রহালয়ের অধিকর্তা-সম্পাদক, ড: প্রতীক ঘোষ সংগ্রহালয়ের অন্তর্জালিক মাধ্যমকে কেন্দ্র করে সমগ্র মিউজিয়ামটি ভার্চুয়াল পরিদর্শন পরিচালনা করেন। বিভিন্ন গ্যালারির সমস্ত প্রদর্শনী তিনি অংশগ্রহণকারীদের সামনে ব্যাখ্যা করেন।
অতিমারীর কারণে প্রতিষ্ঠানটির ছাত্র ছাত্রীরা শারীরিক ভাবে মিউজিয়ামটিতে না এসেও তাদের নিজ নিজ স্থানে বসেই অন্তর্জাল মাধ্যমে তাদের শিক্ষামূলক ভ্রমণ সম্পন্ন করল। এতে এককথায় অভিভূত শিক্ষক – শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা। প্রায় ৬৫ জন মিউজিয়ামের এই ভার্চুয়াল পরিদর্শন অনুষ্ঠানে অংশ নেয়।