নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৫ অক্টোবর:
ব্যারাকপুরে তৃণমূল ও বিজেপি দুটি দলই সমাজ বিরোধীদের উপর নির্ভরশীল। তাই ব্যারাকপুরে ক্রমাগত হিংসা চলছে বলে অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান। তিনি বলেন, ব্যারাকপুর শিল্পাঞ্চলে হিংসার প্রতিযোগিতা চলছে।
প্রসঙ্গত, বিজেপি নেতা মনিশ শুক্লা খুনের পর সকাল থেকেই ব্যারাকপুর চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। সেই প্রসঙ্গে, আব্দুল মান্নান বলেন, যে কোনও মৃত্যুই দুঃখজনক। তবে রাজনীতির ময়দান দখল করার জন্যই ব্যারাকপুরে ক্রমাগত হিংসা চলছিল। সেই হিংসায় রাজ্যের শাসক দল ও কেন্দ্রে বিজেপি দল ক্রমাগত মদত দিয়ে এসেছে। তার পরিণাম এখন সাধারণ মানুষ বুঝতে পারছেন বলেও এদিন জানান আব্দুল মান্নান।
সবকিছুর ঊর্ধ্বে উঠে রাজ্যের উচিত ব্যারাকপুরে শান্তি ফেরানো। পাশাপাশি মনিশ শুক্লা সহ ব্যারাকপুরের মাটিতে যত হিংসা হয়েছে তার নিরপেক্ষ তদন্ত দাবি করেন আবদুল মান্নান। নিরপেক্ষ তদন্ত হয়ে দোষীরা শাস্তি পেলে তবেই ব্যারাকপুরের মাটিতে শান্তি ফিরবে বলে জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।