হিংসা অব্যাহত বাংলাদেশে, আক্রান্ত হিন্দুরা, নোয়াখালিতে ইসকনের মন্দিরে হামলা-আগুন, নিহত ১ যুবক, আহত বহু

আমাদের ভারত, ১৭ অক্টোবর: হিংসা থামছেই না বাংলাদেশে। এবার হামলা হল সে দেশের নোয়াখালির ইসকন মন্দিরে। শুক্রবার ২০০ জনের কট্টরপন্থীদের এক দল এই ঘটনাটি ঘটিয়েছে বলে অভিযোগ। ইসকন কর্তৃপক্ষের তরফে জানা গেছে, এই ঘটনায় তাদের এক সদস্যকে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।

নোয়াখালির মন্দিরে হামলা নিয়ে ইসকনের তরফের টুইট করা হয় শুক্রবার। ওই টুইটে বাংলাদেশ সরকারের কাছে দেশের সমস্ত হিন্দুদের সুরক্ষার দাবি তোলা হয়েছে। একইসঙ্গে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করা হয়েছে। ইসকনের তরফে জানানো হয় নোয়াখালির ওই মন্দিরে তাদের এক সদস্য পার্থ দাস নৃশংস ভাবে খুন করা হয়েছে। মন্দিরে অন্তত ২০০ জন কট্টরপন্থী একসাথে হামলা চালায়। সেই সময় বছর ২৫ এর পার্থকে খুন করা হয় বলে অভিযোগ। শনিবার সকালে মন্দিরের পাশের একটি পুকুরে ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে।


ছবি: নিহত পার্থ দাস।

বাংলাদেশ সরকারের কাছে অবিলম্বে এ নিয়ে পদক্ষেপের দাবি জানানো হয়েছে ইসকনের তরফে। বুধবার অর্থাৎ অষ্টমীর দিন থেকে বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি‌। সেখানকার কুমিল্লা জেলায় একাধিক দুর্গাপুজোর মন্ডপে হামলা চালানো হয়। এরপর এর রেশ ছড়িয়ে পড়ে বিভিন্ন জেলায়। শতাধিক পূজামণ্ডপ ভাঙ্গা হয়েছে। ভাঙ্গা হয়েছে দেবী দুর্গার মূর্তি। হামলা চালানো হয়েছে একাধিক মন্দিরেও। সংখ্যালঘু হিন্দুরা সেদেশের আক্রান্ত। বহু জায়গায় হিংসার ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। আহত হয়েছেন বহু মানুষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা নামানো হয়েছে ২২টি জেলায়। বাংলাদেশ সরকার উত্তেজনা প্রশমিত করতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছে। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। কিন্তু তারপরেও শুক্রবার নতুন করে হিংসা ছড়িয়েছে নোয়াখালিতে, খুন হল তরতাজা যুবক।

বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনায় সরব হয়েছে ভারত সরকারও। বিদেশ মন্ত্রকের তরফে বাংলাদেশের ঘটনার কড়া নিন্দা করা হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার আবেদন জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *