আমাদের ভারত, বালুরঘাট, ৬ ডিসেম্বর: দক্ষিণ দিনাজপুরে বিজেপির ভিত মজবুত করতে জেলা সভাপতির পরিবর্তন করল রাজ্য নেতৃত্ব। দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর ধরে জেলা সভাপতির পদে থাকা শুভেন্দু সরকারকে সরিয়ে তার স্থানে আনা হল সংঘ ঘনিষ্ঠ বিনয় বর্মনকে। শুক্রবার রাজ্য বিজেপির তরফে জেলা সভাপতি পরিবর্তনের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে দক্ষিণ দিনাজপুর জেলা সহ এদিন রাজ্যের আরো ২২টি জেলার জেলা সভাপতিদের পরিবর্তন করেছে রাজ্য বিজেপি।
নরেন্দ্র মোদীর হাত ধরে দ্বিতীয়বারের জন্য কেন্দ্রে ব্যাপক ক্ষমতায় বিজেপি আসলেও দক্ষিণ দিনাজপুরে একাধিক বিষয়ে দলের দুর্বলতা সামনে এসেছে ইতিমধ্যে। গোষ্ঠীদ্বন্দ্ব থেকে শুরু করে জেলা সভাপতির একনায়কতন্ত্র ভূমিকায় শাসক দলকে রাজনৈতিক ময়দানে এগিয়ে নিয়ে যাওয়ার বাড়তি অক্সিজেন যুগিয়েছে বলে অভিযোগ দলের নেতৃত্বদের একাংশের। আর যার জেরেই সাড়ে তিন বছর ধরে জেলা সভাপতির পদে থাকা শুভেন্দু সরকারকে সরিয়ে দিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব বলেই মনে করছে জেলার রাজনৈতিক মহল।
যদিও নতুন জেলা সভাপতি বিনয় বর্মন জানিয়েছেন, সকলকে নিয়ে কাজ করাই তার মূল লক্ষ্য। রাজ্য নেতৃত্ব তাকে যে গুরুদায়িত্ব দিয়েছেন তা তিনি অক্ষরে অক্ষরে পালন করবেন।
বালুরঘাটের সংসদ সুকান্ত মজুমদার জানিয়েছেন, নির্দিষ্ট সময় অন্তর জেলা সভাপতিদের পরিবর্তন হয়। এটাও তার ব্যতিক্রম নয়।