অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৮ নভেম্বর: বেহাল রাস্তার শিকার তিন অটোযাত্রী। খানাখন্দ রাস্তায় গর্তে পড়ে অটোর সামনের চাকার বিয়ারিং কেটে চাকা বেরিয়ে এসে গুরুতর আহত অটো চালক সহ দু-জন যাত্রী। গ্রামবাসীরা আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। আর তারপরে বেহাল রাস্তার প্রতিবাদে অবরোধ শুরু করেন স্থানীয়রা।
ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দু’নম্বর ব্লকের তপসিয়া থেকে গোয়ালমাড় পর্যন্ত রাস্তার বেহাল অবস্থার পরিপ্রেক্ষিতে এলাকায় অবরোধ করে আন্ধারিয়া গ্রামের বাসীন্দারা। তাদের দাবি সমস্ত গুরুত্বপূর্ণ অফিস, কাছারি, হাসপাতাল স্কুল থাকা সত্ত্বেও রাস্তা মেরামতের কোনো উদ্যোগ নেই । আর তার জেরেই এই দুর্ঘটনা। বড় কোনো দুর্ঘটনা ঠেকাতে অবিলম্বে রাস্তা মেরামতির দাবি স্থানীয়দের। এলাকাবাসীর দাবি যতক্ষণ না স্থানীয় প্রশাসন এসে তাদের জানান যে কত দিনের মধ্যে রাস্তা মেরামত করা হবে, ততক্ষণ তারা এভাবেই অবরোধ চালিয়ে যাবেন।