আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২২ আগস্ট: নিকাশির দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের। এগরা থানার এগরা-দিঘা রাস্তার কুদিতে গ্রামবাসীদের পথ অবরোধ। গ্রামবাসীদের অভিযোগ, বেশ কয়েকদিন ধরে বৃষ্টির কারণে চাষের জমিতে জমে রয়েছে জল। আর এই জমা জলে পচে যাচ্ছে মাঠে থাকা ধানের গাছ।
এলাকাবাসীর আরো অভিযোগ, জল নিকাশির খালের উপরে গড়ে উঠেছে কয়েকটি দোকান যার জেরে বন্ধ হয়ে গেছে জল নিকাশি। আর তার জন্যই পুরো এলাকাজুড়ে জমে রয়েছে জল। জল বেরানোর কোনও রকম রাস্তা নেই। ফলে মাঠে পচে যাচ্ছে জমির ধান গাছ। তাই এই জমা জল নিকাশির দাবিতে পথ অবরোধ করে এলাকাবাসীরা। প্রায় আধ ঘন্টা পথ অবরোধ থাকার পরে পুলিশি হস্তক্ষেপে নিকাশির আশ্বাসে অবরোধ ওঠে।

