স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৯ ডিসেম্বর: প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর না পাওয়ার অভিযোগ জানাতে গিয়ে দালালদের খপ্পড়ে পড়লেন গ্রামবাসীরা৷ টাকা দিয়ে করলেন বেআইনি ফর্ম ফিলাপ৷ এব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিডিও অমিত বিশ্বাস৷

আবাস যোজনার উপভোক্তাদের তালিকায় কারচুপির অভিযোগ ঘিরে উত্তেজনা উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায়। এরই মাঝে এক বিতর্কিত ফর্ম বিক্রি নিয়ে চাঞ্চল্য ছড়াল ইটাহারে৷ জানা গিয়েছে, আবাস যোজনার নামের তালিকায় যাদের নাম নেই বা নাম কাটা গেছে সাদা কাগজে আবেদন জানিয়ে তাদের বিডিও অফিসে সেই কাগজ জমা করতে বলা হয়েছে৷ আর এই সুযোগে গজিয়ে উঠেছে দালাল চক্র। বিডিও অফিসের আশপাশে বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে এক ধরনের ফর্ম। যা পুরোপুরি বেআইনি। ৫ ও ১০ টাকায় সেই ফর্ম বিক্রি করা হচ্ছে। পাশাপাশি ফর্ম পূরণের জন্যেও আবার অসহায় গ্রামবাসীদের নেওয়া হচ্ছে ৪০ টাকা পর্যন্ত৷ বৃহস্পতিবার এই চিত্র দেখা যায় বিডিও অফিস চত্বরে। ইটাহার ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে প্রচুর মানুষজন বিডিও অফিসে এসেছিলেন এদিন মূলত প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর না পাওয়ার অভিযোগ জানাতে৷ কিন্তু দালালদের খপ্পরে পড়ে টাকা দিয়ে বেআইনি ফর্ম পূরণ করে অনেকেই। প্রশাসনের নজরদারির অভাবেই যে দালাল চক্র মাথাচাড়া দিয়ে উঠেছে তা আর বলার অপেক্ষা রাখে না৷ আর এতেই সুযোগ নিয়ে গ্রামবাসীদের থেকে ফায়দা লুটছে দালালচক্র৷

যদিও বিডিও অমিত বিশ্বাস সাফ জানিয়ে দেন এই ধরনের কোনো ফর্ম প্রশাসন থেকে দেওয়া
হয়নি। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

