আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ২৫ নভেম্বর: সন্দেহের কারণে এক শীত বস্ত্র ব্যবসায়ীকে ইলেকট্রিক পোস্টে দড়ি দিয়ে বেঁধে রাখলেন গ্রামবাসীরা। ক্যানিং থানার অন্তর্গত উত্তর রেদোখালি গাজী পাড়ার ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শনিবার বিকেলে জীবনতলার বাসিন্দা সামসুল খাঁ নামে ঐ ব্যবসায়ী গাজীপাড়া এলাকায় শীতবস্ত্র বিক্রি করতে যান। সেখানে গিয়ে এলাকার মস্তান ও নেতাদের নাম পরিচয় ও ফোন নম্বর জানতে চান তিনি। এই ঘটনাতেই সন্দেহ হয় স্থানীয়দের। এলাকার নেতাদের বিষয়টি জানালে তাকে ধরে বেঁধে রাখতে বলেন বিদ্যুতের খুঁটিতে। পরে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার করে ঐ ব্যবসায়ীকে। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
প্রসঙ্গত উল্লেখ্য, মাস চারেক আগে এলাকার এক তৃণমূল নেতাকে রাতের অন্ধকারে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। সম্প্রতি জয়নগর এলাকায় এক তৃণমূল নেতাকেও গুলি করে খুন করা হয়। সেই কারণেই স্থানীয় তৃণমূল নেতা শাজাহান গাজীর নির্দেশে এই ব্যবসায়ীকে বেঁধে রেখে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার তদন্ত করছে পুলিশ। যদিও এমনিই তিনি এসব জিজ্ঞাসা করেছিলেন বলে জানিয়েছেন অভিযুক্ত।

