সাথী দাস, পুরুলিয়া, ২৯ জুন: চাকরির প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে খুঁটিতে বেঁধে রাখলেন গ্রামবাসীরা। পুরুলিয়া জেলার বান্দোয়ান থানার ধাদকা গ্রামে ঘটনাটি ঘটে।
প্রতারিতদের অভিযোগ, ধাদকা গ্রামেরই সুনীল প্রামানিক এবং দীঘা গ্রামের গণেশ সিং বন সহায়ক পদে নিয়োগ করার নাম করে বিভিন্ন জানের কাছ থেকে কয়েক লক্ষ টাকা নিয়েছিল। এমন কী ভুয়ো নিয়োগ পত্র হোয়াটস অ্যাপে পাঠিয়েছিল। কিন্তু বন দফতরে যোগাযোগ করতে গিয়ে তাঁরা দেখেন গোটাটাই ভুয়ো, তাঁরা প্রতারিত হয়েছেন। প্রতারকদের কাছে টাকা চাইতে গিয়ে শূন্য হাতে বাড়ি ফিরতে হয় চাকুরি প্রার্থীদের।

বিষয়টি জানাজানি হতেই আজ প্রতারক দুই জনকে ইলেকট্রিক খুঁটিতে বেঁধে রাখেন উত্তেজিত গ্রামবাসী। খবর পেয়ে বান্দোয়ান থানার পুলিশ অভিযুক্ত দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। অভিযুক্তরা এই বিষয় নিয়ে মুখ খোলেনি।


