গোপাল রায়, আরামবাগ, ২৮ আগস্ট: আমফানের টাকা দীর্ঘদিন ধরে না পেয়ে আরামবাগ মহকুমা শাসকের অফিস ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ।
শুক্রবার সকালে দুপুরে গৌরহাটি এলাকার বিভিন্ন গ্রাম থেকে শ’খানেক গ্রামবাসী আরামবাগ মহকুমা শাসকের অফিস ঘেরাও করে। আমফানের টাকা না পাওয়ায় তাঁরা মহকুমা শাসকের অফিসের গেটের সামনে ব্যাপক বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তরা কোনও টাকা পাচ্ছেন না। টাকা না পাওয়ায় আমফানের ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত করতে পারছেন না তারা। সামনেই পুজো আসছে হাতে টাকা পয়সা নেই, লকডাউনে বাড়ছে নানান আর্থিক সমস্যা। অবিলম্বে টাকা দিতে হবে।
বিক্ষোভকারিরা প্রশ্ন তোলেন, আজ প্রায় ক’মাস আগে আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাডি, আবেদন করা সত্ত্বেও কেন টাকা দেওয়া হচ্ছে না? তাদের দাবি, অবিলম্বে আমফান ঝড়ের ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে, তা না হলে আরো বড়ো আন্দোলনের পথে যাবেন। আরামবাগের এসডিও পূর্ণেন্দু সিং তাদের আশ্বস্ত করে বলেন বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। এর পরে এসডিওর কথায় তখন বিক্ষোভ তুলে নেয় গ্রামবাসীরা।

