আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ মে: অবৈধ ভাবে নদী থেকে বালি পাচারের সময় গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন পশ্চিম মেদিনীপুরের খড়গপুর লোকাল থানার অন্তর্গত গোকুলপুর ও বড়কলা গ্রামের বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, লকডাউন শুরু হওয়ার কিছুদিন পর থেকে অবৈধভাবে ছোট ছোট গাড়িতে করে বালি পাচার চলছে। আমরা পুলিশকে জানিয়েছিলাম। কিন্তু পুলিশ কোনো উদ্যোগ না নেওয়ায় আজ বড়কলা ও গোকুলপুর রোডে যেসব বালির গাড়ি অবৈধভাবে বালি পাচার করছিল গ্রামবাসীরা সেইসব গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখায়। পরবর্তীকালে পুলিশে খবর দিলে সাদাতপুর ফাঁড়ির পুলিশ পৌঁছে একটি গাড়ি আটক করে নিয়ে যায়।


