আমাদের ভারত, হুগলী, ৬ জুলাই: পান্ডুয়ার কোটাল পুকুর এলাকায় অঙ্গন ওয়াড়ি সেন্টারে শিশুদের কম খাবার দেওয়ার অভিযোগ। শুধু তাই নয়, যে খাবার সরবরাহ করা হয় তা অত্যন্ত নিম্ন মানের, কখনও কখনও তা পচাও হয়ে থাকে। বহুবার এনিয়ে অভিযোগ জানিয়ে কোনও ফল না হওয়ায় এরকম দুটি সেন্টারে বিক্ষোভ দেখায় গ্রামের মানুষজন।
তাদের অভিযোগ অনেক শিশু দেরীতে আসায় তাদের খাবারও দেওয়া হয় না কোনও কোনও সময়। এই সব অভিযোগ নিয়ে আজ বেলার দিকে আই সি ডি এস সুপারভাইজারকে ঘিরে বিক্ষোভ চলে ঘন্টা দেড়েক। ঘটনার কথা স্বীকার করে সুপারভাইজারের বক্তব্য, সরকারী ভাবে যে ওজন করার যন্ত্র তাদের দেওয়া হয়েছে তার মাপেই খাদ্যদ্রব্য দেওয়া হয়। তাতে গরমিল থাকলে তা অন্য যায়গায় মেপে দেওয়ার পরামর্শও দেন তিনি। যদিও গ্রামবাসীদের সাথে আলোচনা করে ব্যাপারটি মিটিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি।