আমাদের ভারত, আরামবাগ, ১০ জানুয়ারি: একশ দিনের কাজের টাকা সহ কয়েক দফা দাবি নিয়ে গোঘাট ১ নম্বর ব্লকের বালি গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁরা মজুরি পাচ্ছেন না। উত্তপ্ত পরিস্থিতি সামলাতে সেখানে যায় গোঘাট থানার পুলিশ।
আজ শুক্রবার দুপুরে গোঘাট ১ নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম থেকে হাজারখানেক গ্রামবাসী বালি পঞ্চায়েত অফিস ঘেরাও করে। পঞ্চায়েতের সামনে জবকার্ডধারীরা ব্যাপক বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি, রোজ হিসাবে মজুরি দিতে হবে। দীর্ঘদিন ধরে ১০০ দিনের কাজ করে কোনও মজুরি পাচ্ছেন না। টাকা না পাওয়ায় ভালোভাবে সংসার চালাতে পারছেন না তাঁরা।
পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় গ্রামবাসীরা। জানা গেছে, বালি পঞ্চায়েত থেকে বিক্ষোভকারীদের কয়েকজনকে ঊর্দ্ধতন কর্তৃপক্ষের আলোচনা করার জন্য গোঘাট ১ নম্বর ব্লক অফিসে পাঠানো হয়েছে।