চিকিৎসক বদলির নির্দেশ বাতিলের দাবিতে রঘুনাথপুরে স্বাস্থ্য কেন্দ্রে তালা লাগিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

সাথী প্রামানিক, পুরুলিয়া, ৮ জুলাই: ‘যেতে নাহি দিব’। রঘুনাথপুর ১ নম্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক সমীক বাউরির অন্যত্র বদলির নির্দেশ বাতিলের দাবিতে পথ আগলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। প্রিয় চিকিৎসকের বদলির খবর দ্রুত ছড়িয়ে পড়তেই আজ রঘুনাথপুর ১ নম্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মূল গেট আটকে রাখেন বাসিন্দারা। খবর পেয়ে ছুটে যান রঘুনাথপুর পৌরসভার তিন কাউন্সিলর প্রণব দেওঘরিয়া, আনন্দ বাউরি, সুশান্ত শেখর ঘোষ। আসেন তৃণমূলের জেলা নেতারাও।

প্রণব দেওঘরিয়া জানান, রঘুনাথপুর ১ ব্লকের ৭ টি অঞ্চল ছাড়াও পুরসভার বাসিন্দারা এই স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা পরিষেবা পান। উল্লেখযোগ্য বিষয় হল, মহামারী কোভিড পরিস্থিতিতে চিকিৎসক সমীক বাউরি বাড়িতে বাড়িতে গিয়েও মানুষের পাশে ছিলেন। তাঁর নিঃস্বার্থ চিকিৎসা বিস্তীর্ণ এলাকার মানুষের মন জয় করে নিয়েছে। তাঁর সঙ্গে একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। এই কারণেই তাঁর বদলি চান না এলাকাবাসী। আমি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গেই বিষয়টি বিবেচনার অনুরোধ রেখেছি।” জনপ্রতিনিধিরা সাতদিন সময় চেয়ে নেন আন্দোলনকারীদের কাছ থেকে। এরপরই আন্দোলন তুলে তালা খুলে দেন গ্রামবাসীরা।

রঘুনাথপুর ১ নম্বর ব্লকের বিএমওএইচ ডাঃ কিংশুক কর্মকার বলেন, “স্বাস্থ্য ভবন থেকে মেডিক্যাল অফিসার সমীক বাউরির বদলির নির্দেশ এসেছে। সেই খবর এলাকার বাসিন্দারা জানতে পেরেই আজ সকালে স্বাস্থ্য কেন্দ্রের মূল গেটে তালা বন্ধ করে বিক্ষোভ দেখিয়েছেন। বিষয়টি ঊদ্ধর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *