জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ এপ্রিল: পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি ব্লকের খাজরা ২ নম্বর অঞ্চলের গিলাগেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে টিচার ইনচার্জের বিরুদ্ধে স্কুলের টাকা সহ চাল চুরির অভিযোগ এনে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।
তাদের অভিযোগ, অনেকবার স্কুলের বাউন্ডারি সংক্রান্ত বিষয় সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে গেলে ওই শিক্ষিকা গুরুত্ব দিতেন না। এমনকি স্কুলের কোনোরকম হিসাব দিতেন না। গত তিন দিন ধরে বন্ধ রয়েছে মিড ডে মিলের রান্না। এই অবস্থায় পড়ুয়াদের বাড়ি থেকে খেয়ে আসতে বা খাবার নিয়ে আসতে বলা হয় বলে অভিযোগ। গত তিন মাসের চাল মজুদ থাকার কথা থাকলেও গ্রামবাসীরা রান্নাঘর খুলে দেখে কোনো চাল নেই। আজ সকালে স্কুল খোলার পর স্কুলের সামনে বিক্ষোভ দেখায় এবং প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা।
টিচার ইনচার্জ শ্রাবণী পাত্রর দাবি, ভিত্তিহীন অভিযোগ এনে গ্রামবাসীরা আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন।