গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ১৮ জুন: বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ করল গ্রামবাসীরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে হুগলীর খানাকুলে। খানাকুল বলপাই থেকে সাজুঘাট পর্যন্ত দুই কিলোমিটার রাস্তার দীর্ঘদিন ধরে বেহাল দশা।

স্থানীয় মানুষরা জানায় অন্যান্য এলাকায় রাস্তার উন্নয়নের কাজ হলেও আমাদের এখানের রাস্তা দীর্ঘদিন ধরে একই রকম রয়েছে। মোরাম রাস্তায় বেশির ভাগ জায়গায় গর্ত হয়ে জল জমে থাকে। গ্রামের অসুস্থ মানুষকে হাসপাতালে পৌঁছানো সময় সমস্যায় পড়তে হয়। প্রশাসনের কাছে বার বার অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি। তাই বাধ্য হয়ে আজ আমরা পথ অবরোধ করলাম।
ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে আসে পুলিশ। ১২টা থেকে ১টা পর্যন্ত অবরোধ চলে।পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে যায়।

