সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৮ মার্চ: রাস্তা সারাইয়ের দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে পথ অবরোধ করল গ্রামবাসীরা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার পারকৃষ্ণচন্দ্রপুরের উত্তরপাড়া এলাকায়। এ দিন সকাল ১০টা থেকে অবরোধ শুরু হয়। প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে বিক্ষোভ। পুলিশ অবরোধ তুলতে আসে ঠিকই, কিন্তু তাতেও গ্রামবাসীরা রাজি হননি। পরে বিডিও আধিকারিক এসে শিঘ্র রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিলে অবরোধ ওঠে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাগদার পারকৃষ্ণচন্দ্রপুরের উত্তরপাড়া এলাকায় গত এক বছর আগে রাস্তা হয়েছে। ফের সেই রাস্তায় নতুন করে টাকা বরাদ্দ করা হয়েছে। অথচ পাশের বিভিন্ন গ্রাম রয়েছে সেখানে রাস্তা খারাপ, সেই রাস্তা করা হচ্ছে না। তাই তাদের দাবি খারাপ রাস্তাগুলো করতে হবে। যতক্ষণ না পর্যন্ত সেই রাস্তার কাজ করা হবে এবং স্থানীয় জনপ্রতিনিধিরা তার স্বদুত্তর দেবেন ততক্ষণ পর্যন্ত তাদের এই অবরোধ চলবে।
কয়েক দশক ধরে রয়েছে এই রাস্তা খারাপ। ভোটের সময় আসলেই নেতারা মাপজোপ করেন, অথচ ভোট শেষ হলে দেখা যায় না আর নেতাদের। ওই এলাকায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা বেহাল, খানাখন্দে ভরা। ফলে দিনের বেলায় মোটর ভ্যান ও অটো চলাচল করলেও সন্ধ্যায় ওই রাস্তায় গাড়ি চালাতে চান না কেউ। ফলে সমস্যায় পড়েন এলাকাবাসীরা। এই রাস্তাটি সারাইয়ের দাবিতে বেশ কয়েকবার অবরোধ করে গ্রামবাসীরা। কিন্তু তারপরও রাস্তার কোনও কাজ হয়নি।
স্কুল পড়ুয়ারা বলে, ভাঙ্গা রাস্তা দিয়ে সাইকেল নিয়ে স্কুলে যেতে ভয় পাই। অনেকের পড়ে গিয়ে হাত-পা কেটেছে। আমাদেরও দাবি, অবিলম্বে রাস্তা সারাই করতে হবে।
যদিও পঞ্চায়েত প্রধান চায়না বিশ্বাস জানিয়েছেন, গ্রামবাসীদের ভুল বোঝানো হচ্ছে। ওই রাস্তা সংস্কারের জন্য ৬৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। খুব তাড়াতাড়ি রাস্তার কাজ শুরু হবে।