আমাদের ভারত, জলপাইগুড়ি, ১১ জুলাই: গ্রামবাসীরা বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন এই অভিযোগ তুলে আন্দোলনে সারাভারত কৃষক সভা জলপাইগুড়ি পাহাড়পুর অঞ্চল কমিটি। সোমবার আন্দোলনের পাশাপাশি গ্রাম পঞ্চায়েত দফতরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন নেতা কর্মীরা। পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় সব রাস্তা বেহাল দশা। দ্রুত রাস্তা সংস্কারের দাবি তোলা হয়।

অন্যদিকে একশো দিনের কাজের বকেয়া টাকা মেটানোর দাবি তুলে একশো দিনের কাজকে দুশো দিন করার দাবি তোলা হয়েছে। এছাড়া কৃষি ফসলের নায্য দাম, আলুর বন্ড সকলকে দেওয়া ও কৃষকদের রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ করার দাবিতে এদিনের আন্দোলন বলে জানালেন সংগঠনের নেতা কর্মীরা।

অন্যদিকে সরকারি দফতর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের ২১ জুলাই ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ১২ জুলাই ধুপগুড়িতে প্রস্তুতি সভা করার অভিযোগ উঠেছে। এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানালেন সারাভারত কৃষক সভার নেতা তপন গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “নাগরিকদের পরিষেবা আদায়ের জন্য এদিনের কর্মসূচি। অন্যদিকে সরকার দফতর ও দল মিলেমিশে একাকার হয়ে গিয়েছে।”

