ছাগল চুরির অভিযোগে দুই যুবককে ধরে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসী

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৪ সেপ্টেম্বর: ছাগল চুরির অভিযোগে দুই যুবককে হাতেনাতে ধরে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। ক্ষিপ্ত গ্রামবাসী সন্দেহজনক দুই গ্রামবাসীকে মারধর করে বলে অভিযোগ। শনিবার ঘটনাটি ঘটে সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাহাদুর কলোনিতে। দুই যুবকের আরও এক সঙ্গী পলাতক বলে দাবি গ্রামবাসীদের।

শুক্রবার গভীর রাতে গ্রামের এক বাড়ি থেকে ছাগল ছুরি করে চম্পট দেয় কয়েকজন বলে অভিযোগ। রাতে খোঁজ করেও ছাগলের সন্ধান পায়নি গ্রামবাসীরা। এ দিন সকালে গ্রামবাসীরা ছাগলের খোঁজ শুরু করে। খোঁজ করে জরুরি তালমা এলাকায় এক জঙ্গলে বাধা অবস্থায় ছাগলের খোঁজ পায় তারা। এরপরেই ছাগল চোর সন্দেহে দুই যুবক কেশব বিশ্বাস ও কুয়াতু রায়কে ধরে ফেলেন গ্রামবাসী। তারা স্বীকার করেন আরও বন্ধুকে নিয়ে ছাগল চুরি করেছিল।

ক্ষিপ্ত গ্রামবাসীরা মারধর করে দুই যুবককে পুলিশের হাতে তুলে দেয়৷ পুলিশ জানায়, ছাগল চুরি করার অভিযোগে দুই যুবককে আটক করার ঘটনার তদন্ত শুরু হয়েছে। পলাতক যবকের খোঁজ চলছে।

গ্রামবাসী দুলাল সরকার বলেন, সারাদিন নেশা করে রাত হলেই গণ্ডগোল করে এরা। যে ছাগল চুরি করেছিল তার দাম গতকালই একজন পাইকার কুড়ি হাজার টাকা বলেছিল। আজ বিক্রি করতে পারিনি৷ দুজনকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *