নিজেরাই কন্টাইনমেন্ট জোন গড়ছেন গ্রামবাসীরা

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৪ মে: প্রশাসনের আশায় না থেকে গ্রামবাসীরা নিজেরাই তাদের গ্রামগুলিকে কন্টাইনমেন্ট জোন ঘোষণা করে বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিচ্ছেন যাতায়াতের রাস্তা। নিতান্ত প্রয়োজন ছাড়া তারা কেউ গ্রাম ছেড়ে বাইরে যাচ্ছেন না। বহিরাগতদের গ্রামের মধ্যে প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। সবুজ ঝাড়গ্রাম জেলায় ধীরে ধীরে করোনার সংক্রমণ প্রভাব বিস্তার করায় আতঙ্ক ছড়িয়েছে জেলাজুড়ে।

গত এক সপ্তাহে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ছয় হওয়ায় লালগড়, বিনপুর, জামবনি ব্লকের বিভিন্ন গ্রামের রাস্তাগুলিতে বেড়া দিয়ে যাতায়াত বন্ধ করে দিয়েছেন স্থানীয়রাই। ঝাড়গ্রামের পাশাপাশি বাংলার সীমান্তবর্তী ঝাড়খন্ড রাজ্যের চাকুলিয়ায় একাধিক ব্যক্তির করোনা সংক্রমণ ধরা পড়ায় সীমান্তের রাঙ্গামাটিয়া, মুড়াকাটি, বারুণশোল, আস্তি, ভাগাবাঁধ সহ ওইসব এলাকায় প্রায় পঁচিশটি গ্রামের রাস্তা বাঁশের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছে। ঝাড়খন্ড লাগোয়া ডুমুরিয়া গ্রামের বাসিন্দা বাপি মাইতি অজিত মহান্তিরা বলেন, গ্রামের মধ্যে যাতে সংক্রমণ ছড়িয়ে পড়তে না পারে সেজন্য নিজেরাই এই প্রতিরোধ ব্যবস্থা নিয়েছেন। ধড়সা, ওড়ো সহ সীমান্ত এলাকার গ্রামগুলিতে দোকানপাট বন্ধ রাখতে লিফলেট ছড়িয়েছেন গ্রামবাসীরা। শুধু জামবনি লালগড় বা বিনপুরেই নয় ঝাড়গ্রাম শহরের কদম কানন, বেলপাহাড়ির নারায়ণপুর সহ বিভিন্ন এলাকায় এভাবেই এলাকাবাসীরা নিজেদের সুরক্ষিত রাখতে গ্রামগুলিতে যাতায়াত বন্ধ করে নিজেরাই কন্টাইনমেন্ট জোন তৈরি করে নিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *