সাথী দাস, পুরুলিয়া, ১৭ জুলাই: পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একাধিক সরকারি প্রকল্পে অনৈতিক কাজ ও দুর্নীতির অভিযোগ উঠল। এই ঘটনাটি পুরুলিয়া জেলার রঘুনাথপুর ১ ব্লকের অন্তর্গত বেড়ো গ্রাম পঞ্চায়েতের। প্রধানের বিরুদ্ধে নানান দুর্নীতির অভিযোগ তুলে সম্প্রতি একটি স্মারকলিপিও দেন গ্রামবাসীরা।
সচিবকে না পেয়ে কর্মী শক্তিপদ মোদীর হাতে এই স্মারক লিপি তুলে দেন তাঁরা। এই অভিযোগপত্রে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরা হয়। এর মধ্যে মৃত ব্যক্তির নামে জব কার্ড দিয়ে টাকা তোলা, এমজিএন আরইজি প্রকল্পে বাস্তবে কাজ না করে জব কার্ড ভাড়ায় খাটানো, জীবিত ব্যক্তিকে কাগজে-কলমে মৃত দেখিয়ে তার পরিবারের লোকজনদের সরকারি প্রকল্পের বাড়ি পাইয়ে দেওয়া, এলাকার বেকারদের কাজ না দিয়ে বহিরাগতদের দ্বারা কাজ করানো হয়েছে। এক পঞ্চায়েত সদস্যের স্বামীর নামে অনুমোদন করিয়ে সরকারি টাকা তুলে নেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া দীর্ঘদিন ধরে পঞ্চায়েত অফিসে প্রধানের উপস্থিতি না থাকার অভিযোগ তুলে ধরা হয় অভিযোগ পত্রে। এছাড়া সরকারি সাহায্য ও এলাকায় নানান জালিয়াতি ও দুর্নীতির কর্মকাণ্ডে জড়িয়ে থাকা নিয়ে প্রধানের বিরুদ্ধে সরব হন গ্রামবাসী।
এই বিষয়ে পঞ্চায়েত প্রধান পূর্ণিমা কৈবর্তের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়। তবে তিনি কথা না বলে তাঁর স্বামী শত্রুঘ্ন কৈবর্ত এই অভিযোগ অস্বীকার করেন। তবে বিস্তারিত কিছু জানাতে চাননি তিনিও।

