করোনা প্রতিরোধে পাড়ার মুখে বাঁশ দিয়ে আটকানো হল রাস্তা, প্রবেশ নিষেধ বহিরাগতদের

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, বাগদা, ১৪ এপ্রিল: বাইরে থেকে আসা লোকজনদের এলাকায় ঢুকতে দেওয়া হবে না। আর সেই কারণেই বাঁশ দিয়ে গেট করে বন্ধ করা হল রাস্তা। উত্তর ২৪ পরগনা বাগদার হেলেঞ্চা ট্যাঙ্কিপাড়ার বাসিন্দারা করোনা থেকে বাঁচতে গ্রামের প্রবেশের মুখেই বাঁশ দিয়ে গেট বানিয়ে পোস্টার মেরে দিয়েছেন। তাতে লেখা বাইরের লোকের প্রবেশ নিষেধ l

লকডাউন ঘোষণার পর থেকেই রাজ্যের নানা প্রান্ত থেকে গ্রামে গ্রামে করোনা সংক্রামণ নিয়ে ঢুকেছেন। এমন ছবি আগেই দেখা গেছে। সেই আতঙ্কে আগেভাগেই এলাকাবাসীরা পাড়ায় ঢোকার মুখে বসে থাকছেন। বাইরের লোক এলেই জিজ্ঞাসাবাদ করে ফেরানো হচ্ছে পাড়ার মুখ থেকেই। গ্রামের বাসিন্দাদের দাবি, করোনা থেকে পাড়ার বাসিন্দাদের বাঁচাতে এই উদ্যোগ নিয়েছে তারা।

হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের সদস্যা মঞ্জিলা রায় এই উদ্যোগকে সমর্থন করেছেন। তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী বহিরাগতদের পাড়ার মধ্যে প্রবেশ না করার জন্য অনুরোধ করেছেন। সেই কথা মাথায় রেখে গ্রামের সাধারণ মানুষের এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *