সাথী দাস, পুরুলিয়া, ৩১ অক্টোবর: তৃণমূলের উপর তলার নেতা বা মন্ত্রী হিসেবে নয়, গেরুয়া রঙের ছোঁয়া লাগিয়ে বিজয়া সম্মিলনীর আয়োজন করল শুভেন্দু অধিকারী। তাঁর ঘনিষ্ঠরা ‘আমরা দাদার অনুগামীরা’ নামে ৭ নভেম্বর পুরুলিয়া শহরের হরিপদ সাহিত্য মন্দিরে এই বিজয়া সম্মিলনীর আয়োজন করেছেন। জেলা সদর সহ প্রতিটি ব্লকে বড় বড় হোর্ডিং লাগিয়ে এর প্রচার করছেন তাঁরা। তাৎপর্যপূর্ণভাবে ওই হোর্ডিংয়ে চোখে পড়ার মত গেরুয়া রঙের ছোঁয়া রয়েছে। আমন্ত্রণ পত্রে শুভেন্দু অধিকারীর মাথায় গেরুয়া রঙের পাগড়িও রয়েছে। কিন্তু কোথাও তৃণমূলের নাম গন্ধ পর্যন্ত নেই। প্রমাণ আকারের শতাধিক হোর্ডিংয়ে জেলা ছেয়েছে, চর্চা শুরু হয়েছে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান নিয়ে।
পুরুলিয়া জেলায় এই সম্মেলনের দায়িত্বে রয়েছেন শুভেন্দু ঘনিষ্ঠ তথা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক গৌতম রায়। তিনি বলেন, “অনুষ্ঠানের রাজনৈতিক রঙ থাকলে সবাই আসবেন না এই ধরনের অনুষ্ঠানে। তাই, এই ভাবে আমন্ত্রণ পত্র করে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘ প্রকান্তরে জঙ্গল মহলের অন্যতম জেলা পুরুলিয়ায় ক্ষুব্ধ তৃণমূলীদের একটা আলাদা মঞ্চ দিতেই শুভেন্দুর এই উদ্যোগ বলে মনে করছে রাজনৈতিক মহল। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠমহলের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই কৌশল নেওয়া হয়েছে।
শুভেন্দু অধিকারীর সঙ্গে দলের দূরত্ব বেড়েছে। মন্ত্রিসভার বৈঠকে গরহাজির থাকতে দেখা গিয়েছে তাঁকে। এবার তাঁর অনুগামীরা গেরুয়া কার্ডে গৈরিক পাগড়ি লাগানো ছবি ছাপিয়ে যেভাবে বিজয়া সম্মিলনীর আয়োজন করেছেন তাতে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।