পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: শুক্রবার সন্ধ্যায় মেদিনীপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে শহরের শ্যাম সঙ্ঘ হলে প্রতিবছরের মতো এবারও বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হলো। এই বিজয়া সম্মেলনটি ২০০৮ সাল থেকে শুরু হয়েছে। অনুষ্ঠানে শহর এবং তৎসংলগ্ন এলাকার প্রায় শতাধিক পুজো কমিটিগুলিকে পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়াও এলাকার স্থানীয় ছোট ছোট কচিকাঁচাদের নিয়ে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়।

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, বিধায়ক দীনেন রায়, প্রাক্তন বিধায়ক প্রদ্যোৎ ঘোষ, কোতোয়ালি থানার আইসি আতিবুর রহমান, কাউন্সিলর মৌ রায়, বিশ্বনাথ পান্ডব, মোজাম্মেল হোসেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ।


