কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর,
২৪ অক্টোবর: রবিবার ঘাটাল টাউনহলে বিজেপির বিজয়া সম্মেলনী হল। ঘাটাল বিধানসভার ক্ষেত্রে দলের এই প্রথম বিজয়া সম্মেলনী আয়োজিত হল। ছিলেন ঘাটাল বিধানসভার বিধায়ক শীতল কপাট, ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রাম কুমার দে, শতদল নাগ এবং ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস সহ অন্যান্য নেতৃত্ব।
বিধায়ক শীতল কপাট বলেন, ঘাটালে তৃণমূল কংগ্রেসের প্ররোচনা সত্ত্বেও বিজেপিকে মানুষ আশীর্বাদ করেছেন। রামকুমার দে বলেন, চোখরাঙানি এবং বাধা অগ্রাহ্য করে দলের নেতা এবং কর্মীরা লড়াই করছে। তন্ময় দাস প্রতিকূলতার মধ্যে বিজেপির জয় লাভের জন্য অভিনন্দন জানান।
এইদিন বিজয়া সম্মেলনী রাজনৈতিক কথাবার্তা তুলনামূলক ভাবে কম হলেও, আগামী পুরসভা নির্বাচনে দলের অবস্থান সম্বন্ধ্যে কর্মীদের বলা হয়। দলের নেতৃত্ব বুঝিয়ে দেন, আগামী পুরসভা নির্বাচনে এক ইঞ্চি জমিও তৃণমূলকে তারা ছাড়বে না। এদিন দলের নেতা এবং কর্মীরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দীপাবলীর আগাম শুভেচ্ছা জানানো হয়। এদিন সকলকে মিষ্টিমুখ করানো হয়।