আমাদের ভারত, ৭ অক্টোবর: বিজয়া দশমী উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো শুভেচ্ছাপত্র দাখিল করে সামাজিক মাধ্যমে সোমবার তদন্তের দাবি তোলা হয়েছে। এদিন বেলা ৪টে ৪০ মিনিটে, পোস্টের এক ঘন্টায় ৬৭টি মন্তব্য ও ৬৪টি শেয়ার হয়েছে।
ইউটিউবার-সাংবাদিক মানব গুস লিখেছেন, “বিজয়া দশমীর চিঠিও ফাঁস। মিথ্যা হলে কলকাতা পুলিশের দেখা উচিত, মুখ্যমন্ত্রীর নামে কারা মিথ্যা ছড়াচ্ছে, আর সত্যি হলে বাংলার জনগণের দেখা উচিত, পুজো শুরুর আগেই কিভাবে বিজয়া দশমীর শুভেচ্ছা তৈরি হয়ে গেছে, আর সেটা মানুষের হাতে পৌঁছেও গেছে?”
প্রতিক্রিয়ায় সোনালী চক্রবর্তী লিখেছেন, “রাজ্য দৌড়াচ্ছে। সব কিছুতেই এগিয়ে।” সন্তোষ কুমার ঝাল লিখেছেন, “বেগমের দ্বারা এটা সম্ভব”। আশিস চ্যাটার্জি লিখেছেন, “কেন এতো স্বেচ্ছাচারিতা? এটা সরকার না সার্কাস কোম্পানি?” বাবলু রায় লিখেছেন, “চরম আরাজকতার শাসন চলছে।”
মদন কুমার মণ্ডল লিখেছেন, “এতো ওয়ান টুর ব্যাপার! উনি হাঁটতে হাঁটতে বাজেট বানিয়ে ফেলেন। আচ্ছা পুজো নির্ঝঞ্ঝাট হবে উনি আগেই কি করে বোঝেন?” সুভাষ দাশগুপ্ত লিখেছেন, “সন্তান প্রসব হওয়ার আগেই অন্নপ্রাশন হয়ে গেলো?” স্বপন দাশগুপ্ত লিখেছেন, “পুজোর আগেই পুজো শেষ?”