Brahmin Trust, Debra, ডেবরায় সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের উদ্যোগে বিজয়া সম্মেলন, সর্বধর্মের মানুষের মিলনমেলা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ অক্টোবর: রাজ্যজুড়ে যেখানে একদিকে রাজনৈতিক দলগুলির বিজয়া সম্মেলন ঘিরে ব্যস্ততা, ঠিক তেমনই আর এক চিত্র ধরা পড়ল ডেবরায়। সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের উদ্যোগে শুক্রবার ডেবরা ব্লকের ওভারব্রিজের নিচে অনুষ্ঠিত হলো এক বিশাল বিজয়া সম্মেলন। তবে এই সম্মেলন শুধুমাত্র ব্রাহ্মণ সমাজের মধ্যে সীমাবদ্ধ ছিল না। সর্বধর্মের মানুষ একত্রিত হয়ে এই মিলন মেলায় অংশগ্রহণ করেন, যা এক নতুন সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের রাজ্য সম্পাদক শ্রীধর মিশ্র, বিশিষ্ট সমাজকর্মী অলোক আচার্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নন্দ দুলাল ভট্টাচার্য। তাঁদের বক্তব্যে উঠে আসে ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সংহতি ও ঐক্যের গুরুত্ব। বক্তারা বলেন, “ধর্ম কখনও বিভাজনের কারণ হতে পারে না। বরং মানবিকতার মূল ভিত্তি হলো পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা।”

সম্মেলনে ভজন, সাংস্কৃতিক পরিবেশনা ও ধর্মীয় আলোচনার মাধ্যমে উপস্থিত মানুষদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও একতার আবহ সৃষ্টি হয়। বহু সাধারণ মানুষ, স্থানীয় প্রবীণ নাগরিক ও তরুণ প্রজন্ম এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের তরফে জানানো হয়েছে, রাজ্যের প্রায় প্রতিটি ব্লকে এই ধরনের বিজয়া সম্মেলনের আয়োজন করা হচ্ছে। উদ্দেশ্য একটাই—সমাজের সমস্ত ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলা।

ডেবরার এই বিজয়া সম্মেলন প্রমাণ করে দিল, ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে উঠে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *