পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ অক্টোবর: সারা রাজ্যজুড়ে সমস্ত ব্লকে চলছে তৃণমূলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। আজ পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূলের উদ্যোগে জেলা পরিষদ হলে বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা এবং রাজ্য নেতৃত্বরা।

আগামী বছর বিধানসভা নির্বাচন। তাই এখন থেকেই সংঘবদ্ধ হতে শুরু করেছে তৃণমূল। এই অনুষ্ঠানে তৃণমূল কর্মী এবং এলাকার গুনিজনদের সম্বর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইঞা, মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রিজু দত্ত, রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক প্রদ্যোৎ ঘোষ, সাংসদ জুন মালিয়া, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি প্রসাদ মাহাতো, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

আজকের এই সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকা এমন ৫০ জন ব্যক্তিদের সম্মান জানানো হয়। এছাড়াও কর্মীদের মনোবল চাঙ্গা করতে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা যুব সভাপতি নির্মাল্য চক্রবর্তী।

