সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৫ ফেব্রুয়ারি: প্রশাসনিক সভা করতে লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া সফরে আসছেন। আগামী ২৭ ফেব্রুয়ারি তিনি পুরুলিয়ায় প্রশাসনিক সভা সেরে সন্ধে নাগাদ বাঁকুড়া আসবেন।বাঁকুড়া সার্কিট হাউসে তিনি রাত্রি যাপন করবেন। পরদিন ২৮ তারিখে খাতড়ায় তিনি প্রশাসনিক সভা করবেন। জেলা প্রশাসন থেকে পুলিশ এবং তৃণমূলের দলীয় স্তরে তৎপরতা তুঙ্গে উঠেছে।লোকসভা নির্বাচনের আগেই তিনি কিছু প্রকল্প ঘোষণা করতে পারেন বলে রাজনৈতিক মহলের ধারণা।
লোকসভা নির্বাচনে জেলার দুটি আসন হাতছাড়া হওয়ার পর বিধানসভা নির্বাচনেও জেলার বারোটি আসনের মধ্যে আটটি আসনে তৃণমূল পরাজিত হয় বিজেপির কাছে। জেলা শাসক সিয়াদ এন ইতিমধ্যেই জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের প্রধানদের সাথে বৈঠক সেরে ফেলেছেন, তাছাড়াও দফায় দফায় আলোচনা ও প্রস্তুতি পর্ব খতিয়ে দেখা হচ্ছে। আজ দুপুরে হেলিকপ্টার বাঁকুড়া স্টেডিয়ামে নির্মিত হ্যালিপ্যাডে মহড়া করে।
এদিকে মুখ্যমন্ত্রীর বাঁকুড়া সফর ঘিরে নিরাপত্তা জোরদার করা হচ্ছে বলেও জানাগেছে। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বিধায়ক অরূপ চক্রবর্তী জানান, এখনও পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি। তবে ২৭ তারিখ সন্ধে নাগাদ বাঁকুড়ায় পৌঁছনোর কথা। বাঁকুড়া সার্কিট হাউসে রাত্রিবাস করে পরদিন তিনি খাতড়া যাবেন। সেখানেই হবে প্রশাসনিক সভা।