পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ সেপ্টেম্বর: আজ মেদিনীপুর শহরে ছাত্র সংগঠন এআইডিএসও, যুব সংগঠন এআইডিওয়াইও এবং কিশোর সংগঠন কেওএমএসওএমওএল- এর উদ্যোগে নবজাগরণের প্রাণপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৬তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে মেদিনীপুর স্টেশনে পালন করা হয়।

এই সংক্ষিপ্ত শ্রদ্ধাজ্ঞাপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্র সংগঠন এআইডিএসও’র জেলা কমিটির সম্পাদক তনুশ্রী বেজ এবং যুব সংগঠন এআইডিওয়াইও’র জেলা কমিটির কোষাধ্যক্ষ টুম্পা গোস্বামী। এই সংক্ষিপ্ত শ্রদ্ধাজ্ঞাপন কর্মসূচিতে আজকের দিনের তাৎপর্য নিয়ে যুব সংগঠন এআইডিওয়াইও’র জেলা কমিটির কোষাধ্যক্ষ টুম্পা গোস্বামী তার সংক্ষিপ্ত বক্তৃতায় বিদ্যাসাগরের জীবনী থেকে শিক্ষা নিয়ে আজকের দিনে জাতীয় শিক্ষানীতির মধ্যে দিয়ে দেশের শিক্ষা ব্যবস্থার ওপর আক্রমণের বিরূদ্ধে ছাত্র যুব আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। মেদিনীপুর স্টেশন সহ মেদিনীপুর কলেজ এবং জেলাজুড়ে আজকের দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।


