আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ জুলাই:
যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হল বিদ্যাসাগরের ১৩২ তম প্রয়াণ দিবস। বর্ণপরিচয়ের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটে তথা ঘাটাল মহকুমার বীরসিংহ গ্ৰামে ১৩২ তম প্রয়াণ দিবস পালন করা হল। এদিন সকাল থেকে এলাকার ছাত্র ছাত্রীদের নিয়ে বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ সহ একাধিক কর্মসূচির মাধ্যমে পালন করা হল দিনটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটালের মহাকুমার শাসক সুমন বিশ্বাস, সমাজসেবী আশিষ হুদাইত, দাসপুর বিধানসভার বিধায়ক মমতা ভুঁইঞা, খড়ার পৌরসভার চেয়ারম্যান সহ অন্যান্য বিশিষ্ট প্রশাসনিক আধিকারিকরা। এদিনের অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

