West Midnapur, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও মাই ভারতের যৌথ উদ্যোগে কর্মসূচি

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ অক্টোবর: লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের সার্ধ শতবর্ষ (১৫০তম) জন্মবার্ষিকী উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলায় একতার বার্তা নিয়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবং ভারত সরকারের ক্রীড়া ও যুব মন্ত্রকের অধীন “মাই ভারত” (My Bharat) যৌথভাবে এই কর্মসূচিগুলির দায়িত্ব নিয়েছে।

আজ এক যৌথ সাংবাদিক বৈঠকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর এবং মাই ভারতের জেলা যুব আধিকারিক সাথী রায় আগামী দিনের কর্মসূচির বিস্তারিত ঘোষণা করেন।

উপাচার্য অধ্যাপক কর বলেন, সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন ভারতের ঐক্য ও অখণ্ডতার প্রতীক। তাঁর আদর্শ ও দেশগঠনের চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে আমরা একসঙ্গে এগিয়ে আসতে চাই।

এই উপলক্ষে আগামী ১২ নভেম্বর মেদিনীপুর শহরে একটি বিশাল পদযাত্রার আয়োজন করা হবে, যার নাম দেওয়া হয়েছে “সর্দার@150 ইউনিটি মার্চ”। পদযাত্রায় ছাত্রছাত্রী, শিক্ষক, যুব সমাজ, বিভিন্ন সংগঠন ও সাধারণ নাগরিকদের অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

এছাড়াও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, জেলার বিভিন্ন বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে আয়োজিত হবে নানা প্রতিযোগিতা— যেমন প্রবন্ধ রচনা প্রতিযোগিতা, পোস্টার নির্মাণ প্রতিযোগিতা এবং “এক ভারত, আত্মনির্ভর ভারত” বিষয়ক সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মসূচি।

মাই ভারতের জেলা যুব আধিকারিক সাথী রায় জানান, “এই কর্মসূচিগুলির মূল উদ্দেশ্য যুব সমাজের মধ্যে দেশপ্রেম, আত্মনির্ভরতা ও ঐক্যের চেতনা জাগ্রত করা।”

উল্লেখ্য, দেশের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সর্দার বল্লভভাই প্যাটেল স্বাধীন ভারতের প্রাদেশিক সংহতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর ১৫০তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাতে এই উদ্যোগকে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও যুব সংগঠন স্বাগত জানিয়েছে।

“সর্দার@150 ইউনিটি মার্চ” শুধু একটি পদযাত্রা নয়— এটি দেশের ঐক্য, একতা ও উন্নয়নের পথে এক নতুন বার্তা বহন করবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *