জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ জুলাই: বুধবার রাজ্যের ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে ১৩০তম মৃত্যুবার্ষিকীতে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কার, নারীশিক্ষার প্রয়াস ও মহৎ সংগ্রামকে যথার্থ শ্রদ্ধা জানিয়ে স্মরণ করা হয়েছে। এদিন পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর, বেলদা, সবং, খড়্গপুর সহ পঞ্চাশ টিরও বেশি জায়গায় বিদ্যাসাগরের ছবিতে মাল্যদানের মধ্য দিয়ে তাঁর প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদার সহিত পালন করেছে ছাত্রসংগঠন অল ইন্ডিয়া
ডিএসও।

মেদিনীপুর শহরে সংগঠনের জেলা কার্যালয়ে বিদ্যাসাগরের ছবিতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড মনিশঙ্কর পট্টনায়ক। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি বিশ্বরঞ্জন গিরি এবং জেলা সম্পাদক ব্রতীন দাস সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ। জেলার বিভিন্ন জায়গায় এসএফআই এবং তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকেও বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।


