আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ এপ্রিল: মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ লক্ষ ১২ হাজার ৫০১ টাকা দান করেছে। মেদিনীপুর সদরের মহকুমা শাসক দীননারায়ণ ঘোষের হাতে এই চেক তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায় এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল ওয়াহেদ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী ব্যানার্জি সহ বর্তমান শিক্ষিকা, শিক্ষাকর্মীরা সমবেতভাবে এই অর্থ দিয়েছেন। বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি আইনজীবী ইন্দুভূষণ দাস, বর্তমানে সভাপতি আবদুল ওয়াহেদ সহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা শোভা ঘোষ, নন্দিতা দাস মহাপাত্র, গৌরী প্রতিহার প্রীতি কণা মন্ডল মায়া ঘোষ সহ শিক্ষাকর্মীদের একাংশও এই অনুদানে সামিল হয়েছেন।