পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: ৪০০ জন সুডেন্টকে এক বছরে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে পাঁচ কোটি টাকারও বেশি ঋণ দিয়েছে বিদ্যাসাগর সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্ক। ৫১২ কোটি টাকার কৃষিঋণও দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর গ্রামবাংলার উন্নয়নের স্বপ্নকে সফল করতে এই সমবায় ব্যাঙ্ক নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন ব্যাঙ্কের চেয়ারম্যান প্রদীপ পাত্র।
ব্যাঙ্কের ৫১ তম বার্ষিক সাধারন সভায় শনিবাস প্রদীপবাবু বলেন, সারা রাজ্যে সমবায় ব্যাঙ্ক হিসেবে এক নম্বরে রয়েছে এই ব্যাঙ্ক। আগামী বছরেও ৫০০ কোটি টাকার উপর কৃষিঋণ দেওয়া হবে বলে তিনি জানান।