কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ আগস্ট: ঘাটালে বর্ণপরিচয় মুক্ত মঞ্চে শুরু হলো ঘাটাল বিদ্যাসাগর বইমেলা। মেলা চলবে ১০ আগস্ট পর্যন্ত।ঘাটাল মহকুমা প্রশাসনের উদ্যোগে এবং ঘাটাল মহকুমা প্রেসক্লাব ও ঘাটাল সাংস্কৃতিক মঞ্চের সহযোগিতায় এই বইমেলার উদ্বোধন হলো বৃহস্পতিবার। উদ্বোধন করেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস।
“আমরা গর্বিত আমাদের সংস্কৃতি, আমাদের বাংলা ভাষার জন্য। বই বিশ্বস্ত বন্ধু,” বইমেলা উদ্বোধন করে বলেন মহকুমা শাসক। ঘাটালে বন্যার মধ্যেও যেসব প্রকাশনী সংস্থা এসেছে তাদের ধন্যবাদ জানান তিনি।
কলকাতার বিভিন্ন নামিদামি সংস্থার পাশাপাশি আছে লিটল ম্যাগাজিনের স্টল।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিকাশ কর, ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মন্টু কুমার দাস, ঘাটাল মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক শ্রীকান্ত পাত্র, ঘাটাল পৌরসভার পৌর প্রধান তুহিন কান্তি বেরা, বিশিষ্ট সমাজসেবী নারায়ণ ভাই, ঘাটাল সাংস্কৃতিক মঞ্চের শৈবাল ঘোষ, মিলন জানা সহ অন্যান্যরা।