স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৪ ডিসেম্বর: সাধারণ মানুষ কোভিড বিধি পালন করছে কি না তা দেখভালের দায়িত্ব যাদের উপর সেই পুলিশ কর্মীদেরই ডিজে বাজিয়ে কোভিড বিধি উলঙ্ঘন করে উদ্দাম নাচের ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য। এই ভিডিও থেকে সমাজে ভুল বার্তা যাবে এবং কোভিডও দ্রুত ছড়াবে বলে আশঙ্কা চিকিৎসকদের।
বস্তুত, বুধবার রায়গঞ্জের কসবার এসএপি ফোর্থ ব্যাটালিয়ানের সংরক্ষিত এলাকায় পুলিশের বার্ষিক স্পোর্টস মিট ছিল। ওইদিন রাতে খেলা ও পুরস্কার বিতরণী শেষ হতেই মহিলা পুরুষ মিলে ডিজে বাজিয়ে চলে উদ্দাম নাচ। যার ভিডিও রীতিমত ভাইরাল।
কোভিড বিধি মেনে চলছে কি না তা দেখার দায়িত্ব মূলত পুলিশেরই। গত দু’বছরে লকডাউনে এবং কোভিডের বাড়বাড়ন্ত চলাকালীন কোভিড বিধির উলঙ্ঘন করলেই শাস্তি দিতে দেখা গেছে পুলিশকে। এখনো কোভিড বিধি লাগু রয়েছে এরাজ্যে। তার পাশাপাশি ওমিক্রন আক্রান্তেরও হদিশ মিলছে। আর এই সময় সেই আইন রক্ষকদেরই আইনভঙ্গ করে এভাবে নাচের ভাইরাল ভিডিও ঘিরে উদ্বিগ্ন চিকিৎসকরা।
দ্রুত প্রশাসন এমনকি মুখ্যমন্ত্রী ব্যবস্থা না নিলে তা সমাজে ভুল বার্তা যাবে বলে জানান চিকিৎসকরা। এখন প্রশাসন এই বিষয়ে কি ব্যবস্থা নেয় তাই দেখার।