সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, বহু গুণীজনদের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মিলনী। রবিবার উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার প্রাক্তন সৈনিক সংগঠনের উদ্যোগে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হল। প্রাক্তন সৈনিক সংগঠনের নিজস্ব গৃহে সম্মেলন অনুষ্ঠিত হয়। কর্মকর্তাদের মতে এই অনুষ্ঠানের নাম ছিল “প্রণাম”।
নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর যারা বাড়ি পৌছে দেয় খবরের কাগজ তাঁদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়। এদিন প্রাক্তন সংগঠনের পক্ষ থেকে বিজয়া ও শারদীয়ার শুভেচ্ছা বার্তা জানান, যারা সকালে উঠে বাড়ি বাড়ি নিউজ পেপার দেয়, পুলিশ প্রশাসন সহ এলাকার কবি, সাহিত্যিক, স্কুল শিক্ষক সহ প্রাক্তন সৈনিক, যাদের বয়স ৭০ বছরের উপরে। আবৃত্তি, সঙ্গীত, নৃত্য ও শ্রুতি নাটকের মাধ্যমে উপস্থাপিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। প্রাক্তন সৈনিক সংগঠনের সদস্য প্রশান্ত মজুমদার, রঞ্জিত বিশ্বাস ও রমেশ দত্ত বলেন, যতদিন যাচ্ছে মানুষ প্রণাম করতে ভুলে যাচ্ছে। এক সময় দুর্গা পুজোর পর বিজয়া করতে মানুষ বাড়ি বাড়ি গিয়ে গুরুজনদের প্রণাম করে আশীর্বাদ নিত। এই প্রণাম করা মানুষ ভুলে গিয়েছে। তাই অনুষ্ঠানের নাম করণ “প্রণাম” দেওয়া হয়েছে। এছাড়া এই অনুষ্ঠানে আমন্ত্রিত যারা কাকভোরে মানুষের বাড়ি বাড়ি খবরের কাগজ পৌছে দেয়। এদের কথা কোনো সংগঠন ভাবে না। অনেক পরিবারে সদস্য জানেন না কে তাঁদের বাড়ির
পেপারটা পৌছে দিচ্ছে।
যদিও সেই সব পেপার বিক্রেতারা এই অনুষ্ঠানে এসে জানান, এমন সন্মান আগে কোনও সংগঠনের পক্ষ থেকে দেয়নি। সন্মান পেয়ে খুব খুশি তারা। রাতে ছিল ভুরি ভোজের আয়োজন।