পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: সারা বাংলা পরিচারিকা সমিতি ও রোকেয়া নারী উন্নয়ন সমিতির যৌথ উদ্যোগে বৃহস্পতিবার মেদিনীপুর শহরের মিত্র কম্পাউন্ডে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলন। উপস্থিত ছিলেন সারা বাংলা পরিচারিকা সমিতির জেলা সম্পাদিকা জয়শ্রী চক্রবর্তী, সহ-সম্পাদিকা ভবানী চক্রবর্তী, মহিলা সাংস্কৃতিক সংগঠনের জেলা সম্পাদিকা ঝর্ণা জানা এবং রোকেয়া নারী উন্নয়ন সমিতির জেলা ইনচার্জ ভবানী চক্রবর্তী।

সভায় বক্তারা গৃহপরিচারিকা মহিলাদের সামাজিক সুরক্ষা, শ্রমিক হিসেবে স্বীকৃতি, সংগঠনের রেজিস্ট্রেশন ও ন্যূনতম বেতনের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৮ নভেম্বর কলকাতায় মুখ্যমন্ত্রীর নিকট একটি ডেপুটেশন জমা দেওয়া হবে, যাতে পরিচারিকাদের মৌলিক অধিকার ও সুরক্ষার বিষয়টি সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করে।
জয়শ্রী চক্রবর্তী জানান, “গৃহ পরিচারিকারা সমাজের এক অবিচ্ছেদ্য অংশ হলেও এখনও তারা প্রাপ্য মর্যাদা ও সুরক্ষা থেকে বঞ্চিত। সরকারের কাছে আমরা দাবি জানাই যেন এদের জন্য নির্দিষ্ট নীতি ও আইনি সুরক্ষা দ্রুত বাস্তবায়ণ করা হয়।”
সভায় উপস্থিত মহিলারা নিজেদের অভিজ্ঞতা, সমস্যা ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে খোলামেলা মতবিনিময় করেন। তাঁরা জানান, সংগঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ হলে তাদের কণ্ঠস্বর আরও জোরালোভাবে সরকারের কাছে পৌঁছানো সম্ভব হবে।

অনুষ্ঠানের শেষ পর্বে সংগঠনের সদস্যারা নৃত্য, সঙ্গীত, কবিতা পাঠ, জিমন্যাস্টিক- এর মাধ্যমে সমাজে পরিচারিকাদের অবদান ও সংগ্রামের চিত্র তুলে ধরেন। বিজয়া মিলনের আনন্দঘন পরিবেশে সদস্যাদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও আত্মসম্মানের বার্তা ছড়িয়ে পড়ে।
সমগ্র অনুষ্ঠানটি পরিচারিকাদের অধিকারের প্রশ্নে নতুন উদ্দীপনা ও আন্দোলনের অঙ্গীকারকে আরও দৃঢ় করে তোলে।

