জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ জুলাই : পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের ভুলাগেড়িয়া এলাকায় আমফান ঝড়ে প্রকৃত ক্ষতিগ্রস্তরা অনেকেই ক্ষতিপূরণ পায়নি বলে অভিযোগ। প্রকৃত ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেছেন, যারা শাসক দলের ঘনিষ্ঠ বেছে বেছে তাদেরকেই ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের অভিযোগ, তাদের ঘরবাড়ি ঝড়ে ক্ষতিগ্রস্ত হলেও শাসকদলের পক্ষপাতিত্বের জেরে তাদের ব্যাংক একাউন্টে ক্ষতিপূরণের টাকা ঢুকছে না।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানিয়েছে, ঝড়ের পর এলাকায় এসে প্রশাসনের লোকজন ছবি তুলে নিয়ে যায় এমনকি আমরাও দরখাস্ত করে ক্ষতির বিষয়টি জানাই। কিন্তু, এখনও গ্রামের প্রকৃত ক্ষতিগ্রস্ত অনেকেই ক্ষতিপূরণ পাননি ফলে ভাঙ্গা বাড়িতেই থাকতে হচ্ছে পরিবারগুলিকে।