খড়্গপুরের প্রবীণ তৃণমূল নেতার ফেসবুক পোস্টে বিদ্রোহের আঁচ

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৮ আগস্ট:
খড়গপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান জহর পাল তার ফেসবুক পেজে তৃণমূলের বিরুদ্ধে বিদ্রোহের সুর তুলেছেন। আজ শনিবার তিনি তাঁর ফেসবুক পেজে পোস্ট করেছেন- “খুব পরিষ্কার হয়ে গেল, যারা দল বিরোধী কাজ করবে, দলের নেতৃত্বের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে দলের দায়িত্ব তুলে দেওয়া হবে। আর যারা রক্ত মাংস এক করে কোনও পদের লোভ না করেই দলের কাজ করে তারাই থাকবে অবহেলিত। আর নয়, অনেক হয়েছে।”

ফেসবুকে এই পোস্টে তিনি যে খড়্গপুরের তৃণমূল নেতা দেবাশীষ চৌধুরীকে বিঁধতে চেয়েছেন তা জেলার রাজনৈতিক মহলের বুঝতে অসুবিধা হয়নি। ২১ জুলাই মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল সভার পর সারা রাজ্যের মতো দলীয় পদে রদবদল হয়েছে পশ্চিম মেদিনীপুরেও। তাতে দেবাশীষ চৌধুরী কোনও পদ না পাওয়ার পর শহরে ব্যানার লাগিয়ে বিদ্রোহ ঘোষণা করেন। এই ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই তাকে জেলার মুখপাত্র করা হয়। এরপরেই বিদ্রোহের সুর তুলে জহরবাবু তার ফেসবুক পেজে এই পোস্ট করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *