তাঁর সৃষ্টি দিয়েই বর্ষীয়ান কবি নিলয় মিত্রকে সম্মাননা

জে মাহাতো, মেদিনীপুর, ২০ জুলাই: কবির সৃষ্টি দিয়েই মেদিনীপুরের বিশিষ্ট কবি নিলয় মিত্রকে শ্রদ্ধা জানালেন মেদিনীপুরের বাচিক শিল্পীরা। কবি নিলয় মিত্র কোনো গণ্ডিতে আবদ্ধ না থেকে গল্প, উপন্যাসেও আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছেন। মেদিনীপুরের প্রতিথযশা আবৃত্তিশিল্পী নিলয় মিত্রের সু্যোগ্যা কন্যা সুতনূকা মিত্র মাইতি এবং প্রতিভাময়ী আবৃত্তিশিল্পী আকাশবাণীর উপস্থাপিকা বৃষ্টি মুখোপাধ্যায়েরউদ্যোগে কবির দুটি কবিতা আবৃত্তি করে কবিকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

আবৃত্তি পাঠ আবহে ছিলেন ররবীন্দ্রসঙ্গীত শিল্পী সুপান্থ বসু। কবি নিলয় মিত্রের দীর্ঘ দিনের পরম মিত্র ওপার বাংলার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এপার বাংলার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট প্রাপ্ত,আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাহিত্যিক ও নজরুল বিশেষজ্ঞ আজহার উদ্দিন খান এবং প্রবাদপ্রতিম রবীন্দ্রসঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা। ভিডিওর মুখবন্ধে ভালোলাগা ব্যক্ত করেছেন। ‘কি দেব তাকে’ প্রথম কবিতাটিতে কণ্ঠ দিয়েছেন আবৃত্তিশিল্পী অমিয় পাল, সুতনুকা মিত্র মাইতি, মোম চক্রবর্তী, বৃষ্টি মুখোপাধ্যায়, ইন্দ্রাণী দাশগুপ্ত, চিত্তরঞ্জন দাস,শুভদীপ বসু।
আরও একটি কবিতা ‘আমি আর একটা ছোট্ট পাখি’ প্রকাশের মুখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *