লোকাল ট্রেন চললেও আমূল বদলে যাবে স্টেশন চত্বর, যাত্রী যাতায়তের পথ, নিষিদ্ধ হবে প্লাটফর্মে হকারদের প্রবেশ

আমাদের ভারত,২৭ আগস্ট:আনলক ফোর পর্বে মেট্রো ও লোকাল ট্রেন চালানোর ইঙ্গিত মিলেছে। তবে করোনা পরিস্থিতিতে জীবন এখন নিউ নর্মাল। ফলে রেলও সেই সব বিবেচনা করে এগোচ্ছে। লোকাল ট্রেন চলাচল শুরু হলেও বদলে যাবে স্টেশন চত্বর। বদলে যাবে যাত্রীদের যাতায়াতের পথ। নিষিদ্ধ হতে চলেছে প্লাটফর্মে হকারদের প্রবেশ।

আনলক ফোরে লোকাল ট্রেন চালানোর পরিকল্পনা করছে রেলমন্ত্রক। রাজ্য সরকারগুলির সঙ্গে ইতিমধ্যেই কথাও চলছে সে বিষয়ে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও জানিয়েছেন নিয়ম মানলে রাজ্যে লোকাল ট্রেন চলাচলে আপত্তি নেই।

কিন্তু হবে সেই নতুন নিয়মে? পূর্ব রেল সূত্রে খবর অফিস টাইমে প্রথমেই খুব বেশি ভিড় হবে না বলে তাদের অনুমান। তবু সংক্রমণ আটকাতে প্রথম থেকেই ব্লুপ্রিন্ট তৈরি তাদের। সেই ভাবনা যথাযথ ভাবে কার্যকরও করা হবে। শিয়ালদা স্টেশনে বসেছে অটোমেটিক থার্মাল স্ক্রিনিং মেশিন। শহরতলী স্টেশনগুলোতে ঢোকাও বেরোনোর পথ আলাদা।

ঢোকা ও বেরোনোর পথে নজরদারি করবেন রেলকর্মীরা। স্টেশনে ঢোকার আগেই শরীরের তাপমাত্রা পরীক্ষা হবে অটোমেটিক থার্মাল স্ক্যানার। তাপমাত্রা বেশি থাকলে অটোমেটিক থার্মাল স্ক্যানার জানান দেবে বলে জানিয়েছেন শিয়ালদা ডিআরএম শৈলেন্দ্র প্রতাপ সিং।

তবে নিউ নর্মালে সবচেয়ে অসুবিধায় পড়বেন ট্রেনের হকাররা। স্টেশন চত্বরে হকারদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকি প্লাটফর্মে কোন দোকানও খোলা যাবে না। করোনা পরবর্তী সময়ে এই বিষয় ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *