আমাদের ভারত, ২৩ জুলাই: কমবেশি টানা ১০ দিন বর্ষণের পর রোদ উঠেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কিন্তু এরফলে তীব্র গরমে অস্বস্তি বেড়েছে মানুষের। কিন্তু এটাও বেশি দিন স্থায়ী হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। নিম্নচাপের প্রভাবে বুধবার থেকে আবার ভারী বৃষ্টি শুরু হতে চলেছে রাজ্যে।
ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। মঙ্গলবার চার জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। বৃহস্পতিবারের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। এই মুহূর্তে রাজ্যে বেশ সক্রিয় রয়েছে দক্ষিণ মৌসুমী বায়ু। ফলে বঙ্গোপসাগর থেকে স্থলভাগে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এর প্রভাবে মঙ্গলবার দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষত দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হতে পারে। তাই এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
বুধবার থেকে দুর্যোগ বাড়বে। ওই দিন দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণের সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ওই জেলাগুলির জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে।
শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে। শনিবার হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবারও ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির জন্য সর্তকতা জারি না হলেও সেখানে ঝড় বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গে শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টি শুরু হতে পারে। রবি ও সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুর দুয়ারে।